ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিএনপি মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ১৬:২৯, ১১ নভেম্বর ২০২৪

বিএনপি মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

বিএনপি মালয়েশিয়া ও অংগ সংগঠনের উদ্যোগে মালয়েশিয়া পালিত হয়েছে (৭ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

রবিবার (১০ নভেম্বর) কুয়ালালামপুরের আম্পাং অবস্থিত হোটেল জি টাওয়ারের হল রুমে সন্ধ্যা ৬ ঘটিকায় দোয়া ও আলোচনায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান সভাপতি বিএনপি মালয়েশিয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন মির্জা সালাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক বিএনপি মালয়েশিয়া, অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন এম মোজাম্মেল হক প্রধান সভাপতি স্বেচ্ছাসেবক দল মহানগর কুয়ালালামপুর।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ভার্তুয়ালি যুক্ত থেকে আলোচনা পর্বে (৭ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর বিস্তারিত তুলে ধরেন জনাব নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি। দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোশাররফ হোসেন সদস্য কেন্দ্রিয় কার্যনির্বাহি কমিটি, সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, প্রধান আলোচক সহ অন্যান্য নেতারা বক্তব্য পর্বে বলেন, শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করে যেতে হবে এ আহবান করেন। দেশের সঙ্কটময় মুহুর্তে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও সার্বভৈমত্ব রক্ষা আমাদের সকলের দায়িত্ব, এই দায়িত্ববোধ থেকে জাতীয়তাবাদকে সমুন্নত রেখে প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, তালহা মাহমুদ, ড.এস এম রহমান তনু, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া, সভাপতি আরাফাত রহমান কোকো পরিষদ, ওয়ালি উল্লাহ জাহিদ সহ-সাধারণ সম্পাদক, এস. এম. বশির আলম প্রচার, মো. আমিনুল ইসলাম রতন দপ্তর সম্পাদক বিএনপি মালয়েশিয়া, মো. জাহাঙ্গির আলম খান সভাপতি যুব দল মালয়েশিয়া, মিনহাজ মন্ডল ক্রীড়া বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান শিশির সহ-দপ্তর সম্পাদক বিএনপি মালয়েশিয়া, মো. জসিম উদ্দিন সদস্য বিএনপি মালয়েশিয়া, জাকির হোসেন সভাপতি কেলাং মহানগর বিএনপি মালয়েশিয়া, মো. এমদাদুল হক সাধারণ সম্পাদক পেনাং কেডাহ বিএনপি মালয়েশিয়া, শেখ আসাদুজ্জামান মাসুম প্রতিষ্ঠাতা আহবায়ক জাসাস মালয়েশিয়া, মো. ইসমাইল জবিউল্লাহ সুমন সাংগঠনিক সম্পাদক পেনাং কেডাহ বিএনপি মালয়েশিয়া, মো. রমজান আলি সহ-সাধারণ সম্পাদক যুব দল মালয়েশিয়া, নূরে সিদ্দিকী সুমন যুব নেতা মালয়েশিয়া, হেলাল শিকদার সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, মোশারফ হোসেন হৃদয় দপ্তর সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, ইমতিয়াজ আবির সদস্য সচিব জাসাস মালয়েশিয়া সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি বৃন্দ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশ থেকে আগত, ছাইদুল হক সাদু ভারপ্রাপ্ত সভাপতি, সাদিকুল আলম খোকা সহ-সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি।
 
উপস্থিত ছিলেন, মির্জা খোকন সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটি, আব্দুল জলিল লিটন সহ-সভাপতি, মোয়াজ্জেম হোসেন নিপু সহ-সাধারণ সম্পাদক, এম ফরহাদ হোসেন পলাশ তথ্য ও আর্কাইভ বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েল মো. মুস্তাফিজুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক, এম এ কালাম সহ-অর্থ বিষয়ক সম্পাদক বিএনপি মালয়েশিয়া, গোলাপ হোসেন ভারপ্রাপ্ত সভাপতি, আফজাল হোসেন অপু সভাপতি মহানগর পেনাং কেডাহ বিএনপি মালয়েশিয়া, ইঞ্জিনিয়ার শাহ জালাজ, আব্দুল কাদের বিএনপি নেতা মালয়েশিয়া, মো. ফিরোজ যুগ্ন আহ্বায়ক, মো. রাকিব মিজি সদস্য জাসাস কেলাং মহানগর সহ বিএনপি, হান্নান মল্লিক গোলাম কবির সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কুয়ালামপুর মহানগর মিজানুর রহমান মুহিত যুগ্ম সাধারণ সম্পাদক কুয়ালালামপুর মহানগরসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি বৃন্দ।

মেসেঞ্জার/তারেক