ঢাকা,  শুক্রবার
১৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক সম্পর্ক জোরদারের দাবি ইউএই বিএনপির

ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৮, ১২ নভেম্বর ২০২৪

ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক সম্পর্ক জোরদারের দাবি ইউএই বিএনপির

ছবি : মেসেঞ্জার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনস্যুলেটে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপি। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশনেন তারা। 

এতে ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদারের নেতৃত্ব একটি প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিলেন। এসময় তারা নবনিযুক্ত কনসাল জেনারেলকে উষ্ণ অভিনন্দন জানান।

দলীয় সূত্র জানায়, সভায় রেমিট্যান্স যোদ্ধাদের সেবা সহজিকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়নের পরামর্শসহ দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও তৎপরতা বৃদ্ধির আহ্বান করা হয়। 

এ ছাড়া স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ কমিউনিটিতে বৈষম্য দূর করে সবাই মিলেমিশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা। মতবিনিময় সভায় অন্যান্যে মাঝে কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইনও উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আশরাফুল/তারেক