ঢাকা,  শুক্রবার
১৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১৫ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক

গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছেন।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ দেশটিতে থাকা অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার ও দেশে ফেরত পাঠানোর জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত কয়েকদিনের অভিযান ও গ্রেফতারের চিত্রে এ তথ্য জানা গেছে।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় কুয়ালালামপুর শহরের সিগামুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করা হয়।  অভিযান শেষ হয় ভোর ৪ টায়। অভিযানে মোট ৩৭টি রুম তল্লাশী করে ১৫৮ জন অভিবাসী কর্মীর কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসীকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ৩ থেকে ৪৫ বছর।

তিনি জানান,  গ্রেফতারকৃতদের মধ্যে  ৪০ জন বাংলাদেশি, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালী ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন। মালয়েশিয়াতে বসবাসের জন্য তাদের কাছে বৈধ কোন ডকুমেন্ট নেই। গ্রেফতারকৃত সকলকে ইমিগ্রেশন ডিপোতে  নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার জন্য।

এছাড়া অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, একজন বাংলাদেশি কর্মীকেও আটক করা হয়, যার বৈধ কাগজপত্র আছে। তবে  তার বাংলাদেশি স্ত্রীর বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে। বিমান টিকিট দেখিয়ে ও কাকুতি-মিনতি করে স্ত্রীর মুক্তি চান তিনি, তবে ইমিগ্রেশন আইন অনুযায়ী শেষ পযন্ত স্বামীর বৈধ কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেয়া হয় ও  স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

মেসেঞ্জার/সরওয়ার