ঢাকা,  শুক্রবার
১৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়ায় বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ৫১

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ১২:৫৭, ১৫ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ৫১

ছবি : মেসেঞ্জার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টায় কলারামপুর শহরের সিগামুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনের অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন অভিযান শেষ হয় ভোর ৪টায়।

অভিযানে মোট ৩৭টি রুম চেক করে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজ পত্র পরিক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন কুয়ালালামপুরের ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান। গ্রেপ্তার কৃতদের বয়স যথাক্রমে ৩ থেকে ৪৫ বছরের মধ্যে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সব থেকে বেশি হলেন  ৪০জন যারা বাংলাদেশী নাগরিক এছাড়াও, ৬জন ইন্দোনেশিয়া, ৪ জন নেপালী ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর জানান, মালয়েশিয়াতে বসবাসের জন্য তাদের কাছে বৈধ কোন ডকুমেন্ট নাই। গ্রেপ্তারকৃত সকলকে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।

এছাড়া অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, একজন বাংলাদেশী কর্মী যার বৈধ কাগজপত্র আছে। তবে তার বাংলাদেশী স্ত্রীর বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে। 

স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসারদের হাত পা ধরতে দেখা যায়, সে আগামী মাসের ছুটি পেলেই দেশে নিয়ে যাবেন স্ত্রীকে। ইমিগ্রেশন অফিসারদের ক্রয় করা বিমান টিকিট দেখান তিনি। 

বিমান টিকিট দেখিয়ে ও কাকুতি-মিনতি করে স্ত্রীর মুক্তি চান, তবে ইমিগ্রেশন আইন অনুযায়ী শেষ পযন্ত স্বামীর বৈধ কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেয়া হয় ও নারীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

মেসেঞ্জার/তারেক