ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

লন্ডনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রদীপ প্রজ্বলন

জুয়েল রাজ, লন্ডন

প্রকাশিত: ১১:২৩, ১৫ ডিসেম্বর ২০২৪

লন্ডনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রদীপ প্রজ্বলন

ছবি : মেসেঞ্জার

বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই দেশীয় রাজাকার আলবদর আল শামস বাহিনী, হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ  সন্তানদের। সেই আলোর দিশারীদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের জাতিস্বত্বা বিনির্মাণের পথে এক অন্ধকার এঁকে দিয়েছিল তারা। বাংলাদেশে তারাই ধারাবাহিকতা আজ ও বিদ্যমান বলে, শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বক্তারা বলেন।

(১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে, ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছরের মত লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে, যুক্তরাজ্য ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ অনুষ্ঠান পালিত হয়েছে।

যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরা পারভীন এর পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কবি হামিদ মোহাম্মদ, কবি শামীম আজাদ, শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য মারুফ চৌধুরী, আবদুল, মানিবাধিকার কর্মী আহাদ চৌধুরী, সৈয়দ এনাম, গোলাব আলী, মুজিবুল হক মনি, নজরুল ইসলাম অকিব, জামাল আহমদ খান, স্বপন চক্রবর্তী, পুষ্পিতা গুপ্তা, অজন্তা রায়, স্মৃতি আজাদ, জুয়েল রাজ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বাতিরুল হক সরদার, উর্মি মাযহার, এনামুল হক এনাম, এনামুল হক জুবের, শাহাব উদ্দীন বাচ্চু, এডভোকেট রুমানা, এফ টি জিনিয়া, শফিকুর রহমান, আহমদ  ফখর কামাল, এডভোকেট আনিছুর রহমান আনিছ, সুয়েজ মিয়া, কিবরিয়া আহমদ, জয়নাল আবেদিন, হেলাল আহমদ।

আলোচনায় বারবার বক্তারা বলেন, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল, ৭১ এর পরাজিত শক্তি, বারবার সেই চেতনায় আঘাত হেনেছে, বাংলাদেশের মানুষ সেই আঘাত ব্যার্থ করে ঘুরে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শই জয়ী হয়েছে। আমরা ব্যর্থ হয়েছি ঘাতকদের সাজা নিশ্চিত করতে, আমরা ব্যার্থ হয়েছি এদের চিহ্নিত করতে। তাই এই পরাজিত শক্তি বারবার ফিরে ফিরে আসছে।

মুক্তিযুদ্ধই বাংলাদেশের চেতনা। মুক্তিযুদ্ধই বাঙালির আত্মপরিচয়। আঁধার কেটে যাবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায়ই সগর্বে মাথা উঁচু করে থাকবে।

মেসেঞ্জার/তারেক