ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:২৩, ২১ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপিত

ছবি : মেসেঞ্জার

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস উৎসবমুখর পরিবেশে বাহরাইনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে। দূতাবাস এ দিবস উপলক্ষ্যে বাহরাইনের বিভিন্ন সরকারী দপ্তর এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট (জিডিটি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আইওএম এর সিনিয়র প্রতিনিধিগণ স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ করে বাহরাইনস্থ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অফ মিশন মিসেস আইশাথ ইহমা শরীফ ও বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সার্ভিসের প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আল মেসেলমানিসহ কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তাঁর স্বাগত বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মঙ্গল নিশ্চিত করতে দূতাবাসের বিভিন্ন প্রচেষ্টার রূপরেখার কথা উল্লেখ করেন।

এরপর, তিনি বাংলাদেশ ও বাহরাইন উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রবাসীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়া, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে বাহরাইনের আইন-কানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাহরাইনের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাহরাইনের সরকারী সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানান।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর বাহরাইনের চীফ অফ মিশন মিস ইসহাথ ইহমা শারীফ তাঁর আলোচনায় দূতাবাসের এই সুন্দর আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি অভিবাসীদের অনুকূলে বাংলাদেশ ইতিবাচক অবদান রেখে আসছেন বলে উল্লেখ করেন এবং বাহরাইনেও প্রবাসী বাংলাদেশীদের সুনাম রয়েছে বলে জানান। 

অন্যদিকে LMRA-এর ডিরেক্টর ফাহাদ আব্দুল আজিজ বিনালী প্রবাসীদের সুরক্ষা এবং কল্যাণের জন্য শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে পরিষেবাগুলো প্রদান করা হচ্ছে তা তুলে ধরেন এবং দূতাবাসের এ ধরনের নিয়মিত আয়োজনের জন্য দূতাবাসকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট (জিডিটি)-এর প্রতিনিধি সুদিস চাক্কু মন্ডী তার বক্তব্যে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তার বিধি-বিধান মেনে চলার উপর জোর দেন এবং যেকোন সমস্যায় তাদের সাথে দ্রুত যোগাযোগ রাখতে অনুরোধ রাখেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর প্রতিনিধি মিস রায়ান বুতাইতা প্রবাসীদের কল্যাণে তাঁর সংস্থার কার্যক্রম সর্ম্পকে আলোকপাত করেন।

পরিশেষে, অনুষ্ঠানে চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস বিদেশি অতিথিদের পাশাপাশি যারা বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ করেছেন এরকম ছয়জন প্রবাসী বাংলাদেশিদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করেন। 

অন্যান্য বছরের ন্যায় এবছরও আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সেবা হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প, আইনগত সেবা, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সেবা এবং বিশেষ কনস্যুলার সেবার আয়োজন করা হয়। 

উল্লেখ্য, বিপুল উৎসাহ-উদ্দীপনায় নিয়ে শত শত প্রবাসী এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান।

মেসেঞ্জার/তারেক