ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শীগ্রই বাংলাদেশিদের জন্য খুলছে ইউএই’র ভিসার দুয়ার

ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ২৫ ডিসেম্বর ২০২৪

শীগ্রই বাংলাদেশিদের জন্য খুলছে ইউএই’র ভিসার দুয়ার

ছবি : মেসেঞ্জার

কোন রাজনৈতিক প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশ ছাড়াও আরো বেশ কয়েকটি দেশের শ্রমিকদের জন্য ইউএই'র ভিসা বন্ধ আছে বলেও উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। আগামি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য ইউএই'র ভিসা জটিলতা দূর হবে বলেও আস্বস্ত করেন তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দুবাইয়ে রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান। 

ইউএই বাংলাদেশ কমিউনিটির আয়োজিত অনুষ্ঠানে ইউএই'র রাষ্ট্রদূত ড. আল হামুদি ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কয়েক বছর পূর্বেও আরব আমিরাতে বাংলাদেশির সংখ্যা মাত্র সাত লাখ বা তার থেকে কিছুটা বেশি। সেখানে বর্তমানে বাংলাদেশির সংখ্যা ১.২ মিলিয়ন বা ১২ লাখ ছাড়িয়ে গেছে। যা ৪ বছরে কোন দেশকে ইউএই'র ভিসা প্রধানের ক্ষেত্রে সর্বোচ্চ।

এসময় তিনি বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আমার প্রাণের দেশ। আমার চাকরির মেয়াদ শেষ হলেও বাংলাদেশকে আমি সেকেন্ড হোম হিসেবে বেছে নেবো বলেও উল্লেখ করেন।   

জুলাই বিপ্লবের শহীদদের স্বরণ করে অনুষ্ঠানে সম্বর্ধিত প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট সরকারের চালানো গণহত্যা সহ্য করতে পারেননি ইউএইতে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশি।

তারা নিজের ক্ষতি হবে জেনেও নিজের ভাইয়ের মৃত্যু, সন্তানের মৃত্যু ও গণহত্যার বিচার ও আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কিভাবে শ্রদ্ধা জানাবো তা আমার জানা নেই। তবে মনে রাখতে হবে, যে দেশে আমরা অবস্থান করি সে দেশের আইন মেনে চলতে হবে বলেও পরামর্শ দেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীদের  ইউএই'র রাষ্ট্রপতি ক্ষমা পাওয়ার বিষয়ে উল্লেখ করে ইউএই সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এমন এক ব্যক্তি, পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ আকাশচুম্বি। পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি। 

তিনি আরো বলন, বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। শীগ্রই আমিরাতের সঙ্গে ভিসা জটিলতার নিরসন হবে। এদেশের সঙ্গে আমাদের যে সূদৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাতে কখনো চিড় ধরার সম্ভাবনা নেই। 

এসময় তিনি, জুলাই বিপ্লবের প্রতি সংহতি জনিয়ে ইউএই থেকে কর্মসংস্থান হারিয়ে দেশে ফেরত প্রবাসীরা সংকটে রয়েছেন বলে উল্লেখ করেন। প্রবাসীদের এ সংকট নিরসনে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন।

মেসেঞ্জার/রিদয়/তারেক