সৃজনশীল প্রকাশনা সংস্থা অর্থব থেকে অমর একুশে বইমেলাউপলক্ষ্যে মডেল, অভিনেতা, ব্যায়ামবিদ ও শরীরচর্চা প্রশিক্ষক আসিফ হাসান সাগর (লায়ন) এর ব্যায়াম ও ধ্যান বিষয়ক বই "শরীরচর্চা ও সুখী মনের আশ্রম" মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার শূন্য স্টুডিওতে মনমুগ্ধকর এক আয়োজনে লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।