জ্ঞানের পরিধি বাড়াতে বইয়ের বিকল্প নেই। আবার একটি বইয়ের শেষ বলতেও কিছু নেই। তাই জ্ঞানের অন্বেষণে বইপোকারা প্রচুর অর্থ ব্যয় করে বই কেনেন এবং পড়েন। পড়া শেষ হলে সেই বই স্থান পায় বুকসেল্ফে। নয়তো ভাঙ্গারি দোকানে। যেখান থেকে এসব বইয়ের শেষ পরিনতি হয় ঝালমুরির দোকনে নয়তো বাংলা টিস্যু নামে ব্যবহৃত হয় নিম্নমানের খাবার দোকানগুলোতে।