ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চিন্তাসূত্র পুরস্কার গ্রহণ করলেন পাঁচজন লেখক-সম্পাদক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ২০ অক্টোবর ২০২৩

চিন্তাসূত্র পুরস্কার গ্রহণ করলেন পাঁচজন লেখক-সম্পাদক

ছবি: ডেইলি মেসেঞ্জার

এবারেরচিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩উঠল পাঁচজন লেখক-ছোটকাগজ সম্পাদকের হাতে।  শুক্রবার (২০ অক্টোবর) বিকালে সেগুনবাগিচাস্থ কচি-কাঁচার মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পাঁচ লেখক-ছোটকাগজ সম্পাদক পুরস্কারের ক্রেস্ট, সম্মাননাপত্র উত্তরীয় গ্রহণ করেন।

বছর প্রবন্ধে মহীবুল আজিজ, কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে হাসান অরিন্দম, তরুণ কবি  মালেক মুস্তাকিম ছোটকাগজপুনশ্চসম্পাদক রবু শেঠ পুরস্কৃত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যাপক . বিশ্বজিৎ ঘোষ। এতে সভাপতিত্ব করেন কবি সংগঠক মাহমুদ কামাল।  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, কবি-গবেষক মাসুদুল হক, কবি সম্পাদক কামরুল বাহান আরিফ, কবি শিক্ষক ইসরাফিল হোসাইন, কথাশিল্পী মনি হায়দার, কবি-কথাশিল্পী .. শামসুল আলম, কথাশিল্পী নাহিদা আশরাফী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাশ্বত মনির।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি-কথাশিল্পী কবীর আলমগীর।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ আকর্ষণ ছিল কবিতা পাঠ। এই পর্বে কবিতা পাঠ করেন রমজান মাহমুদ, সালাহ উদ্দিন মাহমুদ, নকিব মুকশি, রজত সিকস্তি, ম্রিতোষ তত্রাচ, শামস আরেফিন পূর্ণিয়া সামিয়া।

উল্লেখ্য, ২০২১ থেকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। প্রথমবার শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল কথাসাহিত্যে রুমা মোদক। ২০২২ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, তরুণ কবি শাহিন সপ্তম, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী সংগঠনে জয়দুল হোসেন।

মেসেঞ্জার/আল আমিন