ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ঘুরে আসুন একসাথে ৩ দেশ!

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৫৯, ৯ নভেম্বর ২০২৩

ঘুরে আসুন একসাথে ৩ দেশ!

ছবি : সৌজন্য

কাজের অবসরে ঘুরতে সবারই ভালো লাগে। ইচ্ছে হলেই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাওয়া যায়। তবে দেশের বাইরে যাওয়া হয় না তেমন। ভ্রমণপ্রেমীদের দেশে-বিদেশে ঘুরে বেরানোর সময় কিন্তু এখনই। এই ভ্রমণ সিজনে আপনার পছন্দের ডেস্টিনেশনে ঘুরে বেড়ান এবার সব থেকে কম খরচে।

বাজেটের মধ্যে যদি বিদেশে ঘোরা যায় তবে বাধা কিসের? মাত্র ১ লাখ ১৯ হাজার টাকায় সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে RioTrip! তাদের প্যাকেজ অন্তর্ভুক্ত- থ্রি স্টার হোটেল, ব্রেকফাস্ট, সাইট সিং, ট্রাসফার ও এয়ারটিকিট।

শর্তাবলী- ১.প্যাকেজ মূল্য জনপ্রতি দেয়া আছে। ২. ন্যূনতম ২জন হতে হবে। ৩. সর্বনিম্ন মূল্যে প্যাকেজ কিনতে ১ মাস বা তার অধিক সময় পূর্বে  বুকিং করতে হবে। ৪. চূড়ান্ত বুকিং না হওয়া পর্যন্ত প্যাকেজ মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

এছাড়াও এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ এবং উমরা  বিষয়ে যেকোন তথ্য জানতে পারবেন RioTrip থেকে।

রিওট্রিপ- এর অভিজ্ঞ টিম আপনাদের সেবায় সবসময় নিয়োজিত। বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর জন্য যোগাযোগ করুন : ০১৩২৫০৭৩৫৯৬

মেসেঞ্জার/সজিব