ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

স্মার্ট ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন যেভাবে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৩৮, ২৩ মে ২০২৪

আপডেট: ১৫:৪১, ২৩ মে ২০২৪

স্মার্ট ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস পাওয়ার তেমন কোনও প্রযুক্তি আমাদের হাতে এখনও নেই। এখন পর্যন্ত বিভিন্ন গবেষণা এবং পর্যবেক্ষণ থেকে কিছু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করা হয়। স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ রয়েছে যা ভূমিকম্পের মুহূর্তে বা কিছু আগে ব্যবহারকারীকে সতর্ক করার চেষ্টা করে। তবে অ্যাপ ছাড়াও অ্যান্ড্রয়েড ও আইফোনের নিজস্ব ফিচারও রয়েছে যা ব্যবহারকারীকে সতর্ক করে।

অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যালার্ট চালু করতে হবে-

১. এই ফিচারটি রয়েছে অ্যান্ড্রয়েড-৫ বা তার উপরের সংস্করণে

২. ফিচারটি চালু থাকতে অবশ্যই সেলুলার বা ওয়াইফাই নেট চালু থাকতে হবে

৩. এছাড়া ফোনের লোকেশান চালু রাখতে হবে

৪. এগুলো চালুর পরে ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & Emergency’ অপশনে যেতে হবে। সরাসরি না পেলে সার্চ থেকে Safety লিখলেই চলে আসবে

৫. সেখানে ‘Earthquake Alert’ অপশনটি চালু করে দিতে হবে

৬. অপশনটির নিচে ‘Permission’ অপশন থাকতে পারে। সেখানে গিয়ে সব পারমিশন চালু করে দিতে হবে

 

আইফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করার নিয়ম-

১. আবহাওয়া দফতরের তথ্যের ওপর ভিত্তি করে ভূমিকম্প অ্যালার্ট পাঠিয়ে থাকে অ্যাপল

২. সেটি পাওয়ার জন্য আইফোনের সেটিংসে গিয়ে সেখানে নোটিফিকেশন অপশানে ট্যাপ করতে হবে

৩. সেখানে ইমার্জেন্সি অ্যালার্ট চালু করে দিতে হবে। ইমার্জেন্সি অ্যালার্ট পাওয়া না গেলে গভর্মেন্ট অ্যালার্টের সবগুলো অপশন চালু করে দিতে হবে।

এতে যেকোনও প্রাকৃতিক বিপর্যয় এলে ফোনে অ্যালার্ট আসবে। আইফোনেও লোকেশান চালু থাকতে হবে।

মেসেঞ্জার/আজিজ