ঢাকা,  শনিবার
১৯ অক্টোবর ২০২৪

The Daily Messenger

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪১১

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:২৪, ১৮ অক্টোবর ২০২৪

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪১১

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন।

শুক্রবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৫২ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৭ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪৭ হাজার ৪৬১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।

মেসেঞ্জার/ফামিমা