ঢাকা,  বুধবার
১৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৩৭

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:১০, ১০ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৩৭

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হাজার ১৩৪ জন।

রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৩৭ জন। মৃত্যু হয়েছে জনের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন।

এছাড়া ঢাকা বিভাগে ২৬১ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রামে ১৬৩ জন, খুলনায় ১১০ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে জন এবং সিলেট বিভাগে জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। মারা গেছেন ৩৫০ জন।

মেসেঞ্জার/ফামিমা