ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:৪৭, ৫ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এপর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫১৪ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭০ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৯ জন এবং দক্ষিণ সিটিতে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

এদিকে, একদিনে সারা দেশে ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ১ জন।

মেসেঞ্জার/জেআরটি