চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিল, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও চাকসু নির্বাচনসহ নয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের নয় দফা দাবির বাস্তবায়ন করতে হবে। কোটা বাতিলের আন্দোলনে জুলাই আগস্টে দেশব্যাপী একটা বিপ্লব হয়ে গেছে।