ঢাকা,  শুক্রবার
১৩ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

আইসিটি টাওয়ারে বিক্ষোভ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৩৪, ১৩ আগস্ট ২০২৪

আইসিটি টাওয়ারে বিক্ষোভ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবিঃ সংগৃহীত

দুর্নীতি ও দলবাজদের বিতাড়িত করে সংস্কারের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিতি আইসিটি টাওয়ার। বিক্ষোভ ভবন থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে পড়লে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে বন্ধ করে দেয়া হয় প্রধান ফটক।

সূত্রমতে, সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে বিক্ষোভের পর মঙ্গলবার সকাল থেকেই বঞ্চিত কর্মীরা একত্রিত হন। দুপুর ১২টার দিকে তারা অফিসের ভেতরেও এসব বিষয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। ১টার দিকে বিভিন্ন স্লোগান দিতে দিতে সিঁড়ি বেয়ে নিচে নামেন বিক্ষুব্ধরা। এসময় তারা স্বৈরাচারের চামচারা, আওয়ামী লীগের চামচারা হুঁশিয়ার সাবধান বলে স্লোগান দেনে। স্লোগানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমানের নাম ধরে স্লোগান দেয়া হয়। স্লোগানে চাকরি স্থায়ী করণের এক দফা এক দাবি তোলা হয়।

এক পর্যায়ে আইসিটি অধিদপ্তরের রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা করা হয়।

মেসেঞ্জার/অঞ্জন

×
Nagad