ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পদত্যাগ করলেন ই-ক্যাব ইসির আরও ৯ সদস্য

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:৩৯, ৩১ আগস্ট ২০২৪

পদত্যাগ করলেন ই-ক্যাব ইসির আরও ৯ সদস্য

ছবিঃ সংগৃহীত

পদত্যাগের হিড়িক পড়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবে (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার পর অনলাইনে বার্তার মাধ্যমে সংগঠনটির এক্সিকিউটিভ কমিটির (ইসি) ৯ সদস্য পদত্যাগ করেন। 

পদত্যাগকারীরা হলেন- ভাইস প্রেসিডেন্ট সাইয়েদা আমবারিন রেজা, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তাসফিন আলম, ফাইন্যান্স সেক্রেটারি আশিফ আহনাফ, পরিচালক আব্দুল ওয়াহেদ তমাল, করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক শাহরিয়ার হাসান, কমিউনিকেশন অ্যাফেয়ার্স পরিচালক মো. সাঈদুর রহমান, গভর্নমেন্ট পরিচালক মোহাম্মদ ইলমুল হক এবং পরিচালক মোহাম্মদ অর্নব মোস্তফা।

এর আগে ১৩ আগস্ট ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন সংগঠনের সভাপতি শমী কায়সার।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ জুন প্রথমবারের মতো ই-ক্যাবের নির্বাহী কমিটি গঠনের জন্য সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১১টি পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে ২০২২-২৪ মেয়াদের কমিটি গঠিত হয়। ২০২৪-২৬ মেয়াদের ইসির জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছিল। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান কমিটির প্রায় সবাই পদত্যাগ করলেন।


 

মেসেঞ্জার/অঞ্জন

×
Nagad