ছবি : মেসেঞ্জার
সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ও আফ্রিকান ইউনিয়নের পুলিশ সহযোগিতা সংস্থা আফ্রিপোল পাঁচ বছরের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ইউজিন ক্যাসপারস্কি এবং আফ্রিপোলের রাষ্ট্রদূত জালেল চেলবা আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে তারা সাইবার অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় সর্বশেষ সাইবার হুমকি সম্পর্কিত তথ্য আদান-প্রদান/ শেয়ার করবে।
আফ্রিকা ক্রমবর্ধমান সাইবার হুমকির মুখোমুখি হচ্ছে বিশেষ করে শিল্প খাতে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম (ICS) ঝুঁকি বিশ্বে সবচেয়ে বেশি। এ হুমকি মোকাবেলা করতে ক্যাসপারস্কি ও আফ্রিপোল ডাটা শেয়ারিং, সাইবার নিরাপত্তা জ্ঞান এবং প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদানের জন্য তাদের অংশীদারিত্ব জোরদার করেছে।
ক্যাসপারস্কি’র প্রতিষ্ঠাতা ও সিইও ইউজিন ক্যাসপারস্কি বলেন, “সহযোগিতা ছাড়া সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব নয়। সাইবার হুমকির সম্পর্কে জনসাধারণ, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আইন-প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা সবসময় সহযোগিতাকেই প্রাধান্য দিয়ে থাকি। আফ্রিপোলের সঙ্গে আমাদের সহযোগিতা এবং নতুন সাইবার হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে নিরাপদ ও সাইবার রেজিলিয়েন্ট বিশ্ব গড়ে তুলতে চাই।”
আফ্রিপোল’এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক অ্যাম্বাসেডর জালেল চেলবা বলেন, “ক্যাসপারস্কির সঙ্গে এই চুক্তি আফ্রিকার ডিজিটাল সুরক্ষা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্যাসপারস্কির সহযোগিতায় আমরা কেবল আফ্রিপোল দেশগুলোর সাইবার হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াচ্ছি না, বরং সব আফ্রিকান নাগরিকের জন্য একটি নিরাপদ ডিজিটাল স্পেস রক্ষায় কাজ করছি।
এই অংশীদারিত্ব যেমন সাইবার অপরাধ মোকাবেলায় আফ্রিপোলের অপারেশনাল কাঠামোকে শক্তিশালী করবে, পাশাপাশি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মহাদেশের ডিজিটাল নিরাপত্তায় ক্যাসপারস্কিকে ভূমিকা পালন করতে সহায়তা করবে। আমরা একসাথে আফ্রিকায় শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ডিজিটাল ভবিষ্যতের দিকে বড় পদক্ষেপ নিচ্ছি।”
ক্যাসপারস্কি ও আফ্রিপোল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। তারা আফ্রিকার সাইবার হুমকি মূল্যায়ন ও সাইবার অপরাধ রোধে ইন্টারপোল-এর উদ্যোগে আফ্রিকান সাইবার সার্জ অপারেশন এবং আফ্রিকান সাইবার সার্জ অপারেশন ২- এ অংশগ্রহণ করেছে। এছাড়া, তারা ডিজিটাল বিশ্বাস বাড়ানোর জন্য কাজ করছে। আফ্রপোল ইতোমধ্যে রুয়ান্ডায় ক্যাসপারস্কির প্রথম ট্রান্সপারেন্সি সেন্টার-এর অনুমোদন দিয়েছে। আরও জানুন ওয়েবসাইটে।
মেসেঞ্জার/তুষার