ছবি : মেসেঞ্জার
আফ্রিকার বিভিন্ন দেশে সাইবার অপরাধ মোকাবেলায় ইন্টারপোল ও আফ্রিপোলকে যৌথভাবে সহযোগিতা করছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এর জের ধরেই ‘অপারেশন সেরেঞ্জেটি’ নামক অভিযানে র্যানসমওয়্যার ও ইমেইল স্ক্যাম এর মতো অপরাধে জড়িত এক হাজারেরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আর এ অপরাধের কারণে বিশ্বব্যাপী প্রায় ১৯৩ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে।
দ্রুত ডিজিটালাইজেশনের কারণে আফ্রিকার দেশগুলোতে সাইবার হুমকিও ক্রমাগত বেড়ে চলেছে। সাইবার অপরাধীরা ব্যাংকিং ও ম্যানুফ্যাকচারিংয়ের মত গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করছে। ২০২৪ সালের প্রথম ১০ মাসে আফ্রিকায় ১,৬৫,০০০ এরও বেশি র্যানসমওয়্যার আক্রমণ সনাক্ত করেছে ক্যাসপারস্কি। এদিকে ইন্টারপোলের ২০২৪ আফ্রিকা সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে র্যানসমওয়্যার, ইমেইল স্ক্যাম ও অনলাইন প্রতারণাকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপারেশন সেরেঞ্জেটি (২ সেপ্টেম্বর - ৩১ অক্টোবর) চলাকালে ১,৩৪,০৮৯টি ক্ষতিকারক নেটওয়ার্ক ধ্বংস করা হয় এবং ৩৫,০০০ এরও বেশি সাইবার হামলার ভিকটিম চিহ্নিত করা হয়। ক্যাসপারস্কি এখানে র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, আইওসিএস এবং নতুন আবিষ্কৃত ব্রাজিলিয়ান ব্যাংকিং ট্রোজান গ্র্যান্ডোরেইরোর তথ্য শেয়ার করে সহায়তা করেছে। আবার আফ্রিকায় সাইবার হামলায় লকবিট, রাইসিদা এবং মেদুসা নামক র্যানসমওয়্যার গ্রুপও চিহ্নিত হয়েছে।
ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল ভালডেসি উরকিজা বলেন, “মাল্টি-লেভেল মার্কেটিং স্ক্যাম থেকে শুরু করে বৃহৎ আকারে ক্রেডিট কার্ড জালিয়াতির মত সাইবার অপরাধ ক্রমাগত বেড়েই চলেছে। অপারেশন সেরেঞ্জেটির মাধ্যমে প্রমাণিত হয়েছে একসাথে কাজ করলে সফলতা আসে এবং এই অভিযান অনেক ভবিষ্যৎ ভিকটিমকে ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে। এটি কেবল শুরু, আমরা বিশ্বব্যাপী এই অপরাধী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”
আফ্রিপোলের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাম্বাসেডর জালেল চেলবা বলেন, “সেরেঞ্জেটি অভিযানের মাধ্যমে, আফ্রিপোল আফ্রিকান ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর আইনি সংস্থাগুলোর সাথে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আমরা গুরুত্বপূর্ণ অপরাধীদের আটকসহ সাইবার অপরাধের প্রবণতা সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করেছি। এখন আমাদের ফোকাস কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ম্যালওয়্যার ও অত্যাধুনিক হুমকিগুলোর ওপর।”
ক্যাসপারস্কির গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়া শ্লিচকোভা বলেন, “আমরা ইন্টারপোল ও আফ্রিপোলের নেতৃত্বে এই অভিযানের অংশ হতে পেরে গর্বিত। আফ্রিকার ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবেলা করতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন। আফ্রিকা জুড়ে সাইবার হামলা ঠেকাতে ইন্টারপোল ও আফ্রিপোলের প্রচেষ্টাকে দৃঢ় ভাবে সমর্থন করে ক্যাস্পারস্কি। এবং একইসাথে আফ্রিকা অঞ্চলে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা একযোগে কাজ করছি।”
ক্যাসপারস্কির এশিয়া প্যাসিফিকের ম্যানেজিং ডিরেক্টর অ্যাদ্রিয়ান হিয়া বলেন, “ইন্টারপোল ও আফ্রিপোলের সাথে এই যৌথ সাইবার অভিযানের অংশ নিতে পেরে আমরা গর্বিত। সাইবার অপরাধ মোকাবেলায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সাইবার নিরাপত্তা কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ তা এই অভিযানে প্রমাণিত হয়েছে। যেহেতু সাইবার অপরাধের আকার সীমাহীন, তাই সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ডিজিটাল জগৎকে নিরাপদ রাখতে ও সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে যৌথ প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ।”
সিনার্জিয়া ২ এবং আফ্রিপোলের সাথে পাঁচ বছরের সহযোগিতা চুক্তির মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে সাইবার নিরাপত্তা বাড়াতে ও হুমকি মোকাবেলায় কাজ করছে ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কি সম্পর্কে-
ক্যাসপারস্কি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত একটি গ্লোবাল সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান। সাইবার আক্রমনের বিরুদ্ধে সুরক্ষা কবজের মতো এক বিলিয়নের চেয়েও বেশি ডিভাইসের পাশাপাশি, ক্যাসপারস্কি তার ডিপ থ্রেট ইন্টেলিজেন্স ও সিকিউরিটি এক্সপার্টিজের দ্বারা এমন সিকিউরিটি সল্যুশন উদ্ভাবন করছে যা, ব্যবসা, সরকার, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বিশ্বব্যাপি গ্রাহকদের সুরক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির শক্তিশালী সিকিউরিটির মধ্যে রয়েছে; লিডিং এন্ডপয়েন্ট প্রোটেকশন, বিশেষ সিকিউরিটি সল্যুশন সার্ভিস, এবং অত্যাধুনিক ডিজিটাল হুমকির বিরুদ্ধে লড়তে সাইবার ইমিউন সল্যুশন। ক্যাসপারস্কি ২ লক্ষ ২০ হাজারেরও বেশি কর্পোরেট ক্লায়েন্টদের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় সাহায্য করছে। আরও জানতে ভিজিট করুন ক্যাসপারস্কি ওয়েবসাইটে।
মেসেঞ্জার/তুষার