ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কম্পিউটার এইডেড ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ১৫ ডিসেম্বর ২০২৪

কম্পিউটার এইডেড ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

ছবি : মেসেঞ্জার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আয়োজিত এনার্জী ফেস্ট ১.০ এর কম্পিউটার এইডেড ডিজাইন অংশে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রতিনিধি দল “ক্যাডজিলা”। উক্ত দলের সদস্যরা সকলেই যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তারা হলেন- মো. মুহতাসিমুল বারী, আসহাব বিন ফারুক সিফাত, মো. মেহেদী হাসান।

জানা যায়, কুয়েটে আয়োজিত এনার্জী ফেস্টে এ প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল দুটি ধাপে। ৭ ডিসেম্বর অনলাইনে বাছাইপর্ব এবং পরবর্তীতে ১৩ ডিসেম্বর কুয়েটে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে চুয়েটের ৫ টি দল সহ সর্বমোট ২০ টি দল অংশ নেয় এবং এ পর্বে বিজয়ী হয় ক্যাডজিলা।

এ ব্যাপারে ক্যাডজিলা দলের প্রতিনিধি মুহতাসিমুল বারী জানান, কোনো ক্যাড প্রতিযোগিতায় এটা ছিল আমাদের টিম হিসেবে প্রথম অংশগ্রহণ। আগের কোনো অভিজ্ঞতা না থাকায় একটু চিন্তিত ছিলাম টিকবো কি না। প্রতিযোগিতায় একটা চ্যালেঞ্জিং কাজ দেয়া হয়। আমরা আমাদের সেরাটা দিয়ে কাজটি নির্ধারিত সময়ে শেষ করি। আলহামদুলিল্লাহ, ২০ টি ফাইনালিস্ট টিমের মধ্যে আমরা প্রথম স্থান লাভ করতে সক্ষম হই।

এছাড়া, তিনি চুয়েট ক্যাড সোসাইটি ও অন্যান্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মেসেঞ্জার/তুষার