ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দিতে মিশরের প্রতি ইরানের আহ্বান

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ৭ ডিসেম্বর ২০২৩

নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দিতে মিশরের প্রতি ইরানের আহ্বান

ছবি : সংগৃহীত

মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন সীমান্ত রাফাহ ক্রসিং নিঃশর্তভাবে খুলে দেওয়ার জন্য মিসরের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য মিসরের রাফাহ ক্রসিং নিঃশর্ত খোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে আমির বলেন, ‘এটি প্রত্যাশিত যে, সমগ্র গাজা উপত্যকায় ওষুধ, খাদ্য এবং জ্বালানি পাঠানোর জন্য নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দেবে মিশরের সর্বোচ্চ কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘আজ গাজার নারী ও শিশুরা রাফাহ ক্রসিংয়ের দিকে তাকিয়ে আছে এবং তারা পানি, ওষুধ বা খাবার ছাড়াই সেখানে থাকছেন। এই পরিস্থিতিতে রাফাহ ক্রসিং খোলার বিষয়ে তারা মিসরের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।’

মূলত রাফাহ সীমান্তটিই এখন বেসামরিক নাগরিকদের জন্য গাজা ত্যাগ করার একমাত্র স্থলপথ। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফাহ এখন গুরুত্বপূর্ণ।
 

মেসেঞ্জার/ফামিমা