ঢাকা,  বৃহস্পতিবার
০৪ জুলাই ২০২৪

The Daily Messenger

ভারতে জলপ্রপাতে ভেসে গেছেন একই পরিবারের ৫ সদস্য

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৫, ১ জুলাই ২০২৪

ভারতে জলপ্রপাতে ভেসে গেছেন একই পরিবারের ৫ সদস্য

ছবি: সংগৃহীত

ভারতে পুনেতে এক জলপ্রপাতে ভেসে গেছেন একই পরিবারের পাঁচ জন সদস্য। তাঁদের মধ্যে জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

রোববার (৩০ জুন) পুনের লোনাভালায় ভূশি বাঁধের কাছে এক জলপ্রপাতে ঘটনা ঘটে।

ছুটির দিনে সেখানে পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুরে জল খানিকটা কম থাকায় নিচে নামে ওই পরিবারের পাঁচ জন। তখনই কয়েক মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় জলপ্রপাত। জলের একেবারে মাঝখানে আটকে পড়েন তারা। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে যান।

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন, সাহিস্তা লিয়াকত আনসারি (৩৬), আমিমা আদিল আনসারি (১৩), উমেরা ওরফে সালমান আদিল আনসারি () এখনও নিখোঁজ আদনান শাবাত আনসারি (), এবং মারিয়া আনসারি () ভারী বৃষ্টি আর বজ্রপাতের জন্য তল্লাশিতে বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পা পিছলে কোনওভাবে ভুশি বাঁধ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি জলপ্রপাতের মধ্যে পড়ে যায় পাঁচ জন। জলপ্রপাতের গোড়ায় শ্যাওলা ভরা পাথরের উপর পা পিছলে জলের তোরে ভেসে গিয়েছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

মেসেঞ্জার/ফামিমা