ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

একমাত্র ঈশ্বরই আমাকে দমাতে পারবেন: বাইডেন

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ৬ জুলাই ২০২৪

একমাত্র ঈশ্বরই আমাকে দমাতে পারবেন: বাইডেন

ছবি: সংগৃহীত

এই নির্বাচনে অংশ নেয়া থেকে ঈশ্বর ছাড়া কেউ আটকাতে পারবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার ( জুলাই) এক সাক্ষাৎকারে বাইডেন জানান, এসব চাপ তিনি গুরুত্ব দিচ্ছেন না এবং একমাত্রসর্বশক্তিমান ঈশ্বরএসে বললে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন।

২৭ জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনি বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ বাড়ছে। এর পর তিনি কথা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে বাইডেনকে বলা হয়, তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য চাইছেন তিনি যেন নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। বিষয়ে তার প্রতিক্রিয়া কী?

জবাবে বাইডেন বলেন, ‘আমি প্রার্থিতা প্রত্যাহার করছি না। যদি সর্বশক্তিমান ঈশ্বর এসে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের আদেশ দেন, তাহলে আমি করতে পারি।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad