ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

শূন্যে ভেসে থাকতে পারে জলহস্তী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০২, ৬ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৪২, ৬ জুলাই ২০২৪

শূন্যে ভেসে থাকতে পারে জলহস্তী

ছবি : সংগৃহীত

কখনো কখনো ওজনদার প্রাণী জলহস্তীরাও শূন্যে ভেসে থাকতে পারে। যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতিতে বেরিয়ে এসেছে এ তথ্য।

অধিকাংশ সময় জলে কাটানো এক একটি জলহস্তীর ওজন হয় দুই হাজার কেজির (দুই দশমিক দুই টন) বেশি। জলহস্তীর এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি ঘটে খুব দ্রুতগতিতে দৌড়ানোর সময়। আর দ্রুতগতিতে দৌড়ানোর সময় তাদের চার পা-ই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম।

৩২টি জলহস্তীর ১৬৯টি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। পর্যবেক্ষণে দেখা যায় তীব্র গতিতে ছোটার সময় ১৫ শতাংশ সময় শূন্যে থাকে বিশালাকায় ও ওজনদার প্রাণীটি।

মেসেঞ্জার/মুমু

×
Nagad