ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চান পুতিন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০৩, ৬ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৩০, ৬ জুলাই ২০২৪

ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চান পুতিন

ছবি : সংগৃহীত

রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৫ জুলাই) মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক সাক্ষাতে পুতিন এ কথা বলেন।

ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে মস্কো সফর করেছেন ওরবান।

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন জানান, ইউক্রেন সরকার সাময়িক যুদ্ধবিরতির সুযোগে নিজের ক্ষতি পুষিয়ে নতুন উদ্যোমে আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করলেও রাশিয়া চলমান যুদ্ধের পুরোপুরি অবসান চায়।

যুদ্ধ শেষ করার জন্য কিছু শর্ত ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ করার আগে ডনবাস অঞ্চলের পাশাপাশি ঝাপোরেজিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করে নিতে হবে।

এর কারণ হিসেবে তিনি ওই অঞ্চলগুলো গণভোটের ভিত্তিতে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানান।

পুতিন এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য দেশটিকে ন্যাটোভুক্ত না করার সিদ্ধান্ত ঘোষণা করার আহ্বান করলেও কিয়েভ ও পশ্চিমা মিত্ররা রুশ প্রেসিডেন্টের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়।

মেসেঞ্জার/মুমু

×
Nagad