ছবি: সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় সেনা কর্মকর্তাসহ অন্তত ৪ ভারতীয় সেনা নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) স্থানীয় সময় জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বন্দুকযুদ্ধের সময় ওই ৪ সেনা নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও ৪ সেনা ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ডোডা জেলার দেসা বনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল ডোডার যৌথ অভিযান ডোডার দেসা বনাঞ্চলে শুরু হয়। সেই অভিযানেই এই ৪ জন নিহত হন।
মেসেঞ্জার/ফামিমা