ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ওমানে মসজিদের কাছে গুলি, নিহত ৪

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১৬ জুলাই ২০২৪

ওমানে মসজিদের কাছে গুলি, নিহত ৪

ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলিবর্ষণের ওই ঘটনা ঘটে। রাজকীয় পুলিশ বাহিনী হামলার জবাব দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মাসকাটের পূর্বাঞ্চলে অবস্থিত মসজিদটিতে হামলায় প্রাথমিকভাবে চার ব্যক্তির নিহত হওয়ার তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রমাণাদি জোগাড় করছে তারা।

মেসেঞ্জার/ফামিমা