ছবি: সংগৃহীত
ভারতের কর্ণাটকের উত্তর কান্নড় জেলায় ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চারজন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মঙ্গলবার (১৬ জুলাই) জেলার শিরুর গ্রামের কাছে ৬৬ নম্বর জাতীয় সড়কের আনকোলা তালুকে ভূমিধসের ঘটনা ঘটে।
উত্তর কন্নড়ের ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রিয়া বুধবার (১৭ জুলাই) বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, নিহত ও নিখোঁজ সাতজনের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকাজে সাহায্য করছেন। তারা আমাদের তাদের নিরাপত্তা গিয়ারের পাশাপাশি অপারেশন পরিচালনা করার জন্য কর্মী দিয়েছে। আমাদের কাছে গ্যাস কোম্পানির কুইক রেসপন্স দলও কাজ করছেন।
মেসেঞ্জার/ফামিমা