ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বাংলাদেশের ঘটনা নিয়ে যা বললো পশ্চিমবঙ্গ পুলিশ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:১৮, ৭ আগস্ট ২০২৪

বাংলাদেশের ঘটনা নিয়ে যা বললো পশ্চিমবঙ্গ পুলিশ

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ও প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ছাত্র-জনতার আন্দোলনের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বাংলাদেশের ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বিবৃতিতে জানানো হয়, শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উসকানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থি।

তাদের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। অনুরোধ, কোনো রকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না। রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে। কোনো প্ররোচনায় পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।

এতে আরও বলা হয়, দর্শকদের অনুরোধ, এ ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে, চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।

মেসেঞ্জার/আজিজ