ঢাকা,  শুক্রবার
১৩ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে বন্যায় নিহত বেড়ে ২০

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:৫৭, ২৩ আগস্ট ২০২৪

ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে বন্যায় নিহত বেড়ে ২০

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় রেকর্ড ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২০ জনে। নিহতদের মধ্যে নারী শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন। রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৭ লাখ। ঘটেছে বহু ভূমিধসের ঘটনাও।

প্রতিবেদনে বলা হয়েছে, গত চার দিন ধরে ভারী বর্ষণে বিপর্যস্ত ত্রিপুরার বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও ভয়াবহ অবস্থায় ছিল। এদিন দক্ষিণ ত্রিপুরায় কাদার স্রোতে চাপা পড়ে নারী শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরার আটটি জেলার জন্যইরেড অ্যালার্টবজায় রেখেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বন্যা কবলিত এলাকায় সাহায্য সহায়তা আরও বাড়াতে বিমান বাহিনী কাজ করছে।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad