ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাত, নিহত ৪

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২৪

ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাত, নিহত ৪

ছবি: সংগৃহীত

ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগি’র আঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। ফিলিপাইন ও চীনের হাইনান দ্বীপের পর ভিয়েতনামে আছড়ে পড়ে সুপার এ টাইফুন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুনের প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভূমিধস হয়েছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সুপার টাইফুন ইয়াগি ২৩৪ কিলোমিটার গতিতে চীনের হাইনান দ্বীপে আছড়ে পড়ে। পরে এটি শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ১৬০ কিলোমিটার বেগে উত্তরাঞ্চলীয় দ্বীপজেলায় আঘাত হানে।

ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও অন্তত ৭৮ জন। টাইফুনের প্রভাবে সমুদ্রে থাকা অনেকে নিখোঁজ রয়েছেন।

এর আগে টাইফুনের আঘাতে চীনে দুজন ফিলিপাইনে ১৬ জন নিহত হন।

সুপার টাইফুন ইয়াগি আঘাত হানা হাইফাং ভিয়েতনামের উপকূলীয় শিল্পাঞ্চলীয় হাব এলাকা। শহরটিতে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করেন। এছাড়া ভিয়েতনামের শহরে বিদেশি কিছু কোম্পানির গাড়ি প্রস্তুত কারখানা রয়েছে। টাইফুনের প্রভাবে এসব কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad