ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতিতে বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতিতে বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

ছবি: সংগৃহীত

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মমতা।

ব্যাপারে মমতা বলেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দুলক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।

তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

মেসেঞ্জার/ফামিমা