ঢাকা,  শনিবার
২১ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজার ৮৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পে জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি  হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে বোমা বিস্ফোরণে ঘটিয়ে অন্তত ২ জনকে হত্যা করে ইসরায়েলি  বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৮৪ পৌঁছেছে। নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই নারী ও শিশু।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad