ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ইসরায়েলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ইসরায়েলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি

ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় থামছে না। গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজাজুড়ে হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন।

বর্বরোচিত এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন এবং উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরাইল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে পালিয়েছে।

মেসেঞ্জার/দিশা