ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ইসরায়েলের পেজার হামলায় চোখ হারালেন ইরানের রাষ্ট্রদূত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ইসরায়েলের পেজার হামলায় চোখ হারালেন ইরানের রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

ওয়্যারলেস ডিভাইস পেজার বিস্ফোরণে এক চোখ হারিয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহর ব্যবহৃত পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনের বদলে পেজার ব্যবহার করতেন হিজবুল্লাহর সদস্যরা। তাদের সঙ্গে যোগাযোগের জন্য ইরানের রাষ্ট্রদূতের কাছেও একটি পেজার ছিল।

নিউইয়র্ক টাইমসকে ইরানের বিপ্লবী গার্ডের একটি সূত্র জানিয়েছে, পেজার বিস্ফোরণে মোজতবা আমানির আহত হওয়ার প্রাথমিক যে তথ্য দেওয়া হয়েছিল সেটির তুলনায় তার জখম আরও গুরুতর। তাকে চিকিৎসার জন্য তেহরানে নিয়ে যাওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হামলার পর রাষ্ট্রদূত আমানি একটি রাস্তায় বসে আছেন। ওই সময় তার শার্টে রক্ত দেখা যায়।

মেসেঞ্জার/ফামিমা