ছবি: সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২ অক্টোবর) চালানো হয় হামলা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সামরিক বাহিনীর বরাতে এই তথ্য প্রকাশ করেছে। খবর আনাদোলুর।
হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনীকে জিজ্ঞেস করা হলে তারা জানায়, বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করে না।
সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে অনেকদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরাইল। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরাইলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে দখলদার বাহিনীর এ ধরনের হামলার সংখ্যা বেড়ে গেছে।
এর আগে গণমাধ্যমটি জানিয়েছিল, ইসরাইলি হামলায় তাদের একজন উপস্থাপক নিহত হয়েছেন।
মেসেঞ্জার/আজিজ