ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ৫ অক্টোবর ২০২৪

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে বন্দুকযুদ্ধে ৩৬ জন মাওবাদী সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাজ্যটির নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানের সময় বন্দুকযুদ্ধ শুরু হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে যায়। 

বৃহস্পতিবার দুপুরে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) মাওবাদী বিরোধী অভিযান শুরু করে সেখানে। নেন্দুর-থুলথুলিতে গোলাগুলি শুরু হয়। এতে মাওবাদী সদস্যরা নিহত হয়।

অন্য মাওবাদী সদস্যরা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তাদের বিরুদ্ধেও অভিযান চলছে। অভিযানে বেশ কয়েকটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মেসেঞ্জার/আজিজ