ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রুশ তেলের ডিপোতে ইউক্রেনের বিমান হামলা

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ৮ অক্টোবর ২০২৪

রুশ তেলের ডিপোতে ইউক্রেনের বিমান হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্রিমিয়া উপদ্বীপের একটি বড় তেল ডিপোতে হামলা চালিয়েছে। রাশিয়া ওই জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ করে।

কিয়েভের কর্মকর্তা বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ফিওদোসিয়া টার্মিনালে হামলা চালায়। 

তবে রাশিয়া এখনো হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে ওই এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই এলাকার পৌর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। তিন শতাধিক লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে ফিওদোসিয়া টার্মিনাল থেকে ধোঁয়া উড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছে।

এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে ছোড়া ২১ ড্রোনের মধ্যে তারা ১২টিকে ভূপাতিত করেছে। 

মেসেঞ্জার/আজিজ