ঢাকা,  বুধবার
০৯ অক্টোবর ২০২৪

The Daily Messenger

পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ৮ অক্টোবর ২০২৪

পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন

ছবি: সংগৃহীত

কৃত্রিম নিউরাল নেটওয়ার্কসহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিস্কারের জন্য ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জন জে. হপফিল্ড জিওফ্রে . হিন্টন।

মঙ্গলবার ( অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স জানিয়েছে, জন হোপফিল্ড জিওফ্রে হিন্টনকে বছর নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে।

গত বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পান আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। পদার্থবিদ্যায় ২০২৩ সালের নোবেলজয়ী তিন বিজ্ঞানীরই গবেষণার বিষয় ছিল অভিন্ন- ইলেকট্রন গতিবিদ্যা।

মেসেঞ্জার/ফামিমা