ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:২১, ১০ অক্টোবর ২০২৪

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং

ছবি: সংগৃহীত

সাহিত্যে অনবদ্য অবদান রাখায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

সংস্থাটি জানিয়েছে, হান ক্যাংকে তারগভীর কাব্যিক গদ্যেরজন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার এসব সাহিত্যকর্মে পূর্বের যুগে সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার-নির্যাতন এবং মানবজাতির ভঙ্গুরতার বিষয়টি ওঠে এসেছে।

হান ক্যাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াঞ্জুতে জন্মগ্রহণ করেন। বছর বয়স হওয়ার পর পরিবারের সঙ্গে রাজধানী সিউলে চলে আসেন তিনি। তার পরিবারও সাহিত্যের সঙ্গে জড়িত ছিল। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক। এছাড়া গান সংস্কৃতির প্রতিও নিজেকে মেলে ধরেছিলেন হান ক্যাং। যা তার সাহিত্যকর্মে ফুটে উঠেছে।

মেসেঞ্জার/ফামিমা