ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ১১ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:৩০, ১১ অক্টোবর ২০২৪

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। 

শুক্রবার (১১ অক্টোবর) পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শহরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

এদিকে ডুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।

মেসেঞ্জার/আজিজ