ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হারিকেন মিল্টনের তাণ্ডবে ফ্লোরিডায় নিহত ১৬

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১১ অক্টোবর ২০২৪

হারিকেন মিল্টনের তাণ্ডবে ফ্লোরিডায় নিহত ১৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন ‘মিল্টন’ এর আঘাতে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ১৬ জন হয়েছে। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লোরিডায় আঘাত হানে ঘূর্ণিঝড় মিল্টন। স্থলভাগে আঘাত হানার আগে তা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। তবে তার আগে ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড়টি।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহানদ্রো মায়োরকাস সাংবাদিকদের বলেন, বন্যার পানি নয় বরং মিল্টনের প্রভাবে মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় মিল্টন ফ্লোরিডা উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সিয়েস্তা কি নামক একটি দ্বীপে এই গতি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লোরিডার বেশ কয়েকটি শহরে এই ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অনেক বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎহীন হন অন্তত ২০ লাখ গ্রাহক। ঘূর্ণিঝড়ের পর ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল বর্ষণ বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি।

মেসেঞ্জার/ফামিমা