ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পাকিস্তানে জঙ্গি হামলায় ৩ পুলিশসহ নিহত ৬

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ১৪ অক্টোবর ২০২৪

পাকিস্তানে জঙ্গি হামলায় ৩ পুলিশসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাল্টা প্রতিরোধে তিন হামলাকারীও নিহত হয়।

সোমবার (১৪ অক্টোবর) পুলিশের সদরদপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের লড়াইয়ের সময় ওই তিন পুলিশ নিহত হয়েছেন। পাকিস্তানের পুলিশের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশের উচ্চ-পদস্থ একজন কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশের সদরদপ্তরের প্রধান ভবন একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলিশের সাথে জঙ্গিদের লড়াই এখনও চলছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন। পুলিশের সাথে লড়াইয়ে হামলাকারীরাও নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘‘তিন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ।’’

স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধের সময় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন।

মেসেঞ্জার/ফামিমা