ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভা এই চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক করবে।
সোমবার রাতে বিবিসি জানিয়েছে, ৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
এর আগে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনেক আলোচনা হলেও সংঘর্ষ প্রতিনিয়ত বেড়েই চলেছে। গতকালও (রোববার) লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় ২৫০টি রকেট ছোড়া হয়। তবে এসব রকেটের বেশির ভাগই প্রতিরোধ করে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও লেবাননের বৈরুতসহ বিভিন্ন স্থানে থাকা হিজবুল্লাহর ঘাঁটি ও অস্ত্রভান্ডার টার্গেট করে বিমান হামলা চালিয়েছে।
একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, চুক্তির আওতায় ইসরায়েল ও হিজবুল্লাহর খালি করা এলাকায় লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিতে সম্মত হয়েছেন। আর লেবাননের উপ-সংসদীয় স্পিকার এলিয়াস বউ সাআব জানিয়েছেন, যুদ্ধবিরতিতে এখন আর গুরুতর কোনো বাধা নেই।
মেসেঞ্জার/ইএইচএম