ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৯

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ১৩ ডিসেম্বর ২০২৪

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৯

ছবি : সংগৃহীত

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে কমপক্ষে ৯ জন মারা গেছেন। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ৬ জন।

ডুবে যাওয়া নৌকাটিতে ৪০ জনেরও বেশি অভিবাসী ছিলেন এবং তাদের মধ্যে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরে সর্বশেষ নৌকাডুবির ঘটনায় তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানিয়েছেন। তিউনিসিয়ার উপকূলে এই বিপর্যয়ের ঘটনায় ছয়জন এখনও নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ভেঙ্গে ডুবে যাওয়ার সময় কমপক্ষে ২৭ জনকে উদ্ধার করে উপকূলরক্ষীরা। বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য অনুসারে, ডুবে যাওয়ার সময় নৌকাটিতে কমপক্ষে ৪২ জন লোক ছিলেন।

বিচারক ফরিদ বেন ঝা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, চেব্বা উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর নিখোঁজ হওয়া অন্তত ছয় জনের খোঁজ চলছে। নৌকার আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকান দেশের নাগরিক ছিলেন।

আফ্রিকা থেকে ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে। মূলত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ দারিদ্যের জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন এবং এ কাজে স্ফ্যাক্সের উপকূলরেখা অভিবাসীদের কাছে প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে, ২০২৩ সালে ২ হাজার ২৭০ জনেরও বেশি অভিবাসী মধ্য ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় মারা গেছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

এছাড়া অনিয়মিত অভিবাসন মোকাবিলায় ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তিউনিসিয়ার সাথে একটি চুক্তিও স্বাক্ষর করে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টায় ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যানে দেখা গেছে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৯৫ হাজারের বেশি।

মেসেঞ্জার/তারেক