ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, জাপান 

প্রকাশিত: ১৭:০২, ১৮ ডিসেম্বর ২০২৪

জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

ছবি : মেসেঞ্জার

জাপানে নানান আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দেশটির রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাস এই আয়োজন করে।

এনিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় এবং নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের ফলে দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের ১৭০ টির অধিক দেশে বিপুল সংখ্যাক বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জাপানে কর্মী প্রেরণকারী সংস্থা ও রেমিট্যান্স হাউজ প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ও ল্যাংগুয়েজ স্কুল থেকে আগত ছাত্র ও দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মী আনা ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য সভায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান রাষ্ট্রদূত।

এর আগে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদিন অভিবাসন ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব এবং জাপানে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিশেষ সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া অভিবাসনের অর্থনৈতিক সম্ভাবনার উপর বক্তব্য রাখেন ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ।

অনুষ্ঠানে জাপানে নিজ নিজ পেশায় অসামান্য অবদানের জন্য বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সম্মানিত করা হয়। পরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মেসেঞ্জার/ফেরদৌস/তুষার