ছবি : মেসেঞ্জার
"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রবাসীদের উজ্জীবিত করতে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস - ২০২৪ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি।
এতে প্রবাসী বাংলাদেশিরা সতস্ফুরতভাবে মুক্ত আলোচনায় অংশ নিয়ে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ প্রদান করেন। এসময় প্রবাসীরা দূতাবাসের প্রতি তাদের বিভিন্ন মতামত এবং পরামর্শ লিখিত আকারে নির্দিষ্ট বক্সে জমা দেন।
এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতিয় প্রবাসী দিবস- ২০২৪ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন প্রবাসী ও একটি সেচ্ছাসেবী সংগঠনকে উত্তরীয় ও সনদ প্রদান করে সম্মাননা প্রদান করে দূতাবাস।
প্রবাসীদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধি বিষয়ে আস্বস্ত করেন চার্জ-দি-অ্যাফেয়ার্স মোহাম্মদ মিযানুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে আরো উল্লেখ করেন, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও রেমিটেন্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের অবদান নিয়ে আলোকপাত করেন।এসময় চার্জ-দি-অ্যাফেয়ার্স সন্মাননা প্রাপ্ত কৃতী প্রবাসী সহ সকল প্রবাসী কর্মীদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতিয় প্রবাসী দিবসের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন দুবাই ও উত্তর আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের আলোচনায় উঠে আসে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রধানে কনস্যুলার সেবা বৃদ্ধি, ভিসা জটিলতা নিরসন এবং স্বাগতিক দেশের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান অভিবাসীদের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি অভিবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে কনস্যুলেটের ভূমিকা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সমৃদ্ধিতে আরও অবদান রাখার জন্য প্রবাসীদের অনুরোধ জানান।
একইদিন কনস্যুলেট সেবার মান বৃদ্ধি ও আরো সহজিকরণ করতে কনস্যুলেট প্রাঙ্গণে প্রবাসীদের জন্য "হেল্প ডেস্ক" চালু করা হয়। যাতে করে কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসীরা কোন রকম বিড়ম্বনার শিকার না হয়ে সহজে কনস্যুলার সেবা সম্পর্কে জানতে পারবেন।
মেসেঞ্জার/হৃদয়/তুষার