ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সিডনিতে জন্মভূমি টেলিভিশনের ১০ বছর পূর্তি উদযাপন

নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৩, ২২ ডিসেম্বর ২০২৪

সিডনিতে জন্মভূমি টেলিভিশনের ১০ বছর পূর্তি উদযাপন

ছবি : মেসেঞ্জার

২১শে ডিসেম্বর (শনিবার) বিকেলে সিডনির ওয়ালী পার্কে নানা আয়াজনে জন্মভূমি টেলিভিশন তাদের ১০ বছর পূর্তি উদযাপন করেছে। এই বর্ষপূর্তির আয়োজনে সিডনিতে প্রথম বিশাল স্ক্রিনে দেখানো হয় সাকিব খানের তুফান ছবি।

প্রথম পর্বে নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাসের সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জন্মভূমি টিভির আর্কাইভ থেকে এই প্রজন্মের সাদিয়া, আরিয়ানা ও শিল্পীর নাচ সূর্যোদয়ে তুমি প্রদর্শিত হয়। কবিতা আবৃতি করেন নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাস। দেশের গান পরিবেশন করে নতুন প্রজন্ম নাবিলা স্রোতস্বীনি।

নৃত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমির শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে। গানে গানে শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন রণজিৎ দাস। নৃত্য পরিবেশন করে আনন্দ ধারার শিল্পীবৃন্দ। ফিউশন ডান্স পরিবেশন করে নতুন প্রজন্মের ফারজান জামান। ক্লাসিকাল একক নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমির মৌসুমী সাহা। গান পরিবেশন করেন লুৎফা খালেদ।

বিজ্ঞাপন বিরতির পর জন্মভূমি টেলিভশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আসাদ শামসের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন ও ভাইস চেয়ারম্যান রাহেলা আরেফিনকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানান। রেজা আরেফিন পরিচালনা পর্ষদকে মঞ্চে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন। মঞ্চে ছিলেন, রাহেলা আরেফিন ভাইস চেয়ারম্যান, ডা. আসাদ শামস এক্সিকিউটিভ ডিরেক্টর, নাইম আবদুল্লাহ ডিরেক্টর নিউজ ও কারেন্ট এফেয়ারর্স, শাখাওয়াত হোসেন বাবু, ডিরেক্টর স্পেশাল এফেয়ারর্স, শিরিন আক্তার ডিরেক্টর প্রোগ্রাম, নুসরাত জাহান স্মৃতি ডিরেক্টর আর্ট এন্ড কালচার, কাজী সামসুল আলম ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং, ড. মলয় বিশ্বাস ডিরেক্টর প্রোটকল ও ফারুক আহমেদ ডিরেক্টর সোশ্যাল এফেয়ারর্স।

অতিথিদের থেকে মঞ্চে আসেন, সোফি কষ্টিস এমপি মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিউ সাউথ ওয়েলস, কার্ল সালেহ, ডেপুটি মেয়র, সিটি অফ ক্যান্টারবুরী – ব্যাংকসটাউন, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মো. ইব্রাহীম মাসুদ খলিল, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল, শিরিন আক্তার, কাউন্সিলর সিটি অফ ক্যান্টারবুরী – ব্যাংকসটাউন। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন জন্মভূমি টেলিভিশনের পরিচালনা পর্ষদ।

ভিডিওতে শুভেচ্ছা বাণী দেন জন্মভূমি টেলিভিশনের প্রিন্সিপাল উপদেষ্টা ফরিদুর রেজা সাগর, জিহাদ ডিব এমপি, মিনিস্টার ফর কাস্টমার সার্ভিস এনার্জি এন্ড ইউথ জাস্টিস। এই সময় ইমিগ্রেশন ও হোম এফেয়ারর্স মিনিস্টার টনি বার্কের সম্প্রতি বাংলাদেশ সফরের উপর ভিডিও প্রদর্শিত হয়।

সবশেষে বিশাল স্ক্রিনে সাকিব খানের তুফান ছবি দর্শকরা উপভোগ করেন।

মেসেঞ্জার/তুষার