ঢাকা,  বুধবার
০১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চীনে প্রবাসী বাংলাদেশীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

এসএম আল-আমিন, শেনজেন (চীন)

প্রকাশিত: ২১:০৭, ২৯ ডিসেম্বর ২০২৪

চীনে প্রবাসী বাংলাদেশীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

চীনের শেনজেন শহরে বসবাসরত বাংলাদেশিদের বাৎসরিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) শেনজেন কেন্দ্রীয় পার্কে আলোচনা সভা, প্রীতিভোজ, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে শতাধিক প্রবাসী বাংলাদেশী ও চীনা নাগরিকদের উপস্থিতিতে দিনব্যাপী এ বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়।

প্রবাসী সাংবাদিক এসএম আল-আমিন এর সঞ্চালনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে বাৎসরিক বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শেনজেনের বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইয়াসির আরাফাত হোসেন।

এছাড়াও আলোচনা পর্বে বক্তব্য রাখেন শেনজেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জেমস মৃধা, জনি খান, মো. রুমান হোসেন, জাহিদ হাসান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশের উন্নয়নে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাঙালি সংস্কৃতি চর্চায় ও নিজেদের সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্য আগামী দিনেও এমন অনুষ্ঠান আয়োজনের অংগীকার করেন। আলোচনা সভা শেষে হাঁড়ি ভাঙা, দড়ি টানা, বালিশ খেলা ও র‌্যাফেল-ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কমিউনিটির নেতারা।
 

মেসেঞ্জার/তুষার