ঢাকা,  রোববার
০৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ২ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। গাড়িটি ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিক যান ‘সাইবার ট্রাক’। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।

এ ঘটনায় চালক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া এফবিআই বিস্ফোরণটির সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে। কর্মকর্তারা বলেছেন, অতি দ্রুত পেছনের কারণ খুঁজে বের করতে তারা তৎপরতা চালাচ্ছেন।

হোটেলের ভেতরে ও বাইরে প্রত্যক্ষদর্শীদের দ্বারা তোলা ভিডিওতে দেখা গেছে, গাড়িটি হোটেলের বাইরে দাঁড় করানো ছিল। হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তে গাড়িটি পুড়ে যায়। নিউ অরলিন্সে নববর্ষের দিন উদযাপনকারীদের ভিড়ের মধ্যে একটি ট্রাক চালিয়ে এবং গুলি করে ১৫ জনকে হত্যার মাত্র কয়েক ঘণ্টা পর টেসলার গাড়িতে আগুন লাগল।

স্থানীয় শেরিফ ম্যাকমাহিল জানান, বিস্ফোরণের পর সাইবার ট্রাকের ভেতর থেকে একজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পারিবারিক ও ব্যক্তিগত জীবন খতিয়ে দেখা হচ্ছে।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনো স্পষ্ট নয়। আমি জানি, সবাই এই শব্দটিতে আগ্রহী। আমরা চেষ্টা করছি।

এফবিআই গাড়িচালকের পরিচয় শনাক্ত করেছে। গাড়িটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। কিন্তু তদন্তের স্বার্থে চালকের পরিচয় এখনই প্রকাশ করা হবে না। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

মেসেঞ্জার/তারেক